আগামী নভেম্বরে গণভোটসহ পাঁচ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় সমাবেশ করছে। তারা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এজন্য স্মারকলিপি দেবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে দলগুলো একত্র হতে থাকে। জামায়াতে ইসলামী অবস্থান নেয় পাকামার্কেট সংলগ্ন এলাকায়। অন্যান্য দলগুলোও নির্বাচন ভবনের সামনে আলাদা আলাদাভাবে সমাবেশ করে।
এ সময় তাদের নভেম্বরে গণভোট, জোট হলেও নিজ দলের প্রতীকে ভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। একইসঙ্গে দাবি আদায় না হলে নুরুল হুদা কমিশনের মতো বর্তমান কমিশনেরও পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
জামায়াত ছাড়াও অবস্থান নেয় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মোট পাঁচটি দাবিতে এ কর্মসূচি করছে।
দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
প্রগতি টেলিভিশন/এফ.এম
সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন
© All rights reserved © Progati Television