এক দশক আগে নিখোঁজ বিমান, আবারও অনুসন্ধান শুরু মালয়েশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট সময়:
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
28 টাইম ভিউ
এক দশক আগে নিখোঁজ বিমান, আবারও অনুসন্ধান শুরু মালয়েশিয়ার
এক দশক আগে নিখোঁজ হওয়া বিমানের পুনরায় অনুসন্ধান শুরু করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০–এর সন্ধান ৩০ ডিসেম্বর থেকে আবারও শুরু হবে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। বোয়িং ৭৭৭ বিমানটি ২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। এ সময় বিমানটিতে ১২ জন ক্রু এবং ২২৭ জন যাত্রী ছিল। এরপর থেকে বিমানটির জন্য একাধিক অনুসন্ধান অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে অনুসন্ধান। বুধবার (৩ ডিসেম্বর) মালেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ৫৫ দিনের জন্য অভিযান পুনরায় শুরু করবে অনুসন্ধান সংস্থা ওশান ইনফিনিটি। এর আগের সংস্থাটি ২০১৮ সাল পর্যন্ত বিমানটির জন্য অনুসন্ধান চালিয়েছিল কিন্তু উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। সমুদ্রতলে উল্লেখযোগ্য...
62
এক দশক আগে নিখোঁজ হওয়া বিমানের পুনরায় অনুসন্ধান শুরু করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০–এর সন্ধান ৩০ ডিসেম্বর থেকে আবারও শুরু হবে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম।
বোয়িং ৭৭৭ বিমানটি ২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। এ সময় বিমানটিতে ১২ জন ক্রু এবং ২২৭ জন যাত্রী ছিল। এরপর থেকে বিমানটির জন্য একাধিক অনুসন্ধান অভিযান পরিচালিত হয়েছে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে অনুসন্ধান।
বুধবার (৩ ডিসেম্বর) মালেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ৫৫ দিনের জন্য অভিযান পুনরায় শুরু করবে অনুসন্ধান সংস্থা ওশান ইনফিনিটি।
এর আগের সংস্থাটি ২০১৮ সাল পর্যন্ত বিমানটির জন্য অনুসন্ধান চালিয়েছিল কিন্তু উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ খুঁজে পায়নি।
সমুদ্রতলে উল্লেখযোগ্য ধ্বংসাবশেষ খুঁজে বের করতে পারলে ওশান ইনফিনিটিকে ৭০ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে মালেশিয়ার সরকার।