ওয়েব সিরিজের পাশাপাশি বড়পর্দায় দর্শকের মন জয় করেছেন আইশা খান
বিনোদন ডেস্ক
আপডেট সময়:
Monday, November 3, 2025
21 টাইম ভিউ
ওয়েব সিরিজের পাশাপাশি বড়পর্দায় দর্শকের মন জয় করেছেন আইশা খান
নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি বড়পর্দায় কাজ করেও দর্শকের মন জয় করেছেন আইশা খান। কদিন আগে তিনি হাজির হয়েছেন নতুন আঙ্গিকে- উপস্থাপকের ভূমিকায়। সেখানেও দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন। সব মাধ্যমেই দ্যুতি ছড়ানোর পেছনে মূলবাহক হিসেবে কাজ করছে আইশার সৌন্দর্য, ভালো অভিনয়, ব্যক্তিত্ব, চিন্তাধারা ও পোশাক-আশাকের রুচি। দেশের অন্যতম বৃহৎ লোকসংগীত প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাকে। এই আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত আইশা। বললেন, ‘এত বড় আয়োজনের দায়িত্ব পেয়ে ভীষণ ভালো লাগছে। ম্যাজিক বাউলিয়ানার এবার পঞ্চম আসর চলছে। তৃতীয় ও চতুর্থ আসরে অডিশন পর্বে কাজ করলেও এবার পুরো আয়োজনেই উপস্থাপনার দায়িত্বে আছি। দেশের নানা প্রান্তের প্রতিযোগীদের অংশগ্রহণ...
27
নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি বড়পর্দায় কাজ করেও দর্শকের মন জয় করেছেন আইশা খান। কদিন আগে তিনি হাজির হয়েছেন নতুন আঙ্গিকে- উপস্থাপকের ভূমিকায়। সেখানেও দর্শকের ভূয়সী প্রশংসা কুড়িয়ে যাচ্ছেন। সব মাধ্যমেই দ্যুতি ছড়ানোর পেছনে মূলবাহক হিসেবে কাজ করছে আইশার সৌন্দর্য, ভালো অভিনয়, ব্যক্তিত্ব, চিন্তাধারা ও পোশাক-আশাকের রুচি। দেশের অন্যতম বৃহৎ লোকসংগীত প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাকে।
এই আয়োজনের অংশ হতে পেরে আনন্দিত আইশা। বললেন, ‘এত বড় আয়োজনের দায়িত্ব পেয়ে ভীষণ ভালো লাগছে। ম্যাজিক বাউলিয়ানার এবার পঞ্চম আসর চলছে। তৃতীয় ও চতুর্থ আসরে অডিশন পর্বে কাজ করলেও এবার পুরো আয়োজনেই উপস্থাপনার দায়িত্বে আছি। দেশের নানা প্রান্তের প্রতিযোগীদের অংশগ্রহণ আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমি যদিও গানের মানুষ নই, তবু এই শোতে এসে গান ও সংগীতজগৎ নিয়ে অনেক কিছু শিখছি। গানের মানুষদের সঙ্গে প্রতিদিনের মেলামেশা আমার জানার পরিধি আরও বাড়াচ্ছে। এখন পর্যন্ত দর্শকের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। আমার মনে হচ্ছে, এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করবে।’
‘ম্যাজিক বাউলিয়ানা’ উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন আইশা খান। সম্প্রতি শেষ করেছেন নিজের তৃতীয় সিনেমা ‘শেকড়’-এর কাজ। প্রসূন রহমান পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন এফএস নাঈম। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার বিশ্ব প্রিমিয়ার হবে কানাডার টরন্টোয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)-তে।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বিদেশে ছবির প্রিমিয়ার হতে যাচ্ছে- এ নিয়ে উচ্ছ্বসিত আইশা। বললেন, ‘অনেক ভালো লাগা কাজ করছে। শুনেছি, উৎসবে দক্ষিণ এশিয়ার আরও বেশ কিছু ভালো চলচ্চিত্র প্রদর্শিত হবে। জন্যই যে কোনো শিল্পীর এটা সম্মানের।’