কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজায় তিনটি স্বর্ণের দোকানে চুরির অভিযোগ উঠেছে ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালের দিকে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে শাটার উঁচু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ক্ষতিয়ে দেখেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল পৌনে আটটার দিকে মুখোশধারী দুই যুবক মার্কেটের বাথরুমের দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে।
এরপর তারা ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স। সমির চেইন হাউজ এই তিন দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে স্বর্ণ ও রুপার গহনা নিয়ে একই পথে বাইরে বেরিয়ে যায়।
তিন ব্যবসায়ীর দাবি, চুরির ঘটনায় তাদের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
প্রগতিটিভি/এফ.এম
সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন
© All rights reserved © Progati Television