1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
December 27, 2025, 11:47 pm

আজকের দিন-তারিখ

  • রবিবার (ভোর ৫:৪৭)
  • ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুসুম সিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ নেটিজেনরা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
  • 86 টাইম ভিউ
133

দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমানভাবে সরব থাকেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
আর এই অভিনেত্রীর নতুন লুক মানেই যেন একরাশ মুগ্ধতা।সম্প্রতি সামাজিক যোগাযো গমাধ্যমে একাধিক ছবি শেয়ার করেছেন কুসুম সিকদার। যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে।
শেয়ার করা ছবিগুলোতে এই লাস্যময়ীকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে। খোলামেলা পোশাকে, বড় দুল আর বোল্ড লুকে কুসুম সিকদার যেন নেটিজেনদের নজর কেড়েছেন।
তার পরনে ছিল ক্যাজুয়াল শর্ট স্কার্ট। এদিকে চোখে রোদচশমা এবং হাতে মানানসই ঘড়ি পরে স্টাইলকে দিয়েছেন পূর্ণতা। তার এই মোহনীয় রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা। একজন নেটিজেন উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘মানুষ এত সুন্দর হয় কিভাবে?’। আরেকজন মন্তব্য করেছেন, ‘আমার প্রিয় মিষ্টি অভিনেত্রী, আপনাকে ভীষণ মিষ্টি, কিউট দেখাচ্ছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It