1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
  3. njs@progatitv.net : NJS :
November 1, 2025, 1:15 pm

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অন্যায় পথ থেকে বিরত রাখে

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময়: Saturday, November 1, 2025
  • 27 টাইম ভিউ
43
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অন্যায় পথ থেকে দূরে রাখে। খেলাধুলার মধ্য দিয়েই গড়ে ওঠে শৃঙ্খলাবোধ, দলগত চেতনা ও নেতৃত্বের মনোভাব। এই ধরনের আয়োজন তরুণদের বিকাশে বড় ভূমিকা রাখে।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গজারিয়া পোর্টিং ক্লাবের আয়োজনে কৃষ্ণারডাংগি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রামনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হানিফ মন্ডলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আশরাফ মুন্সী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শিল্পপতি নাজমুল তালুকদার, রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক সালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক বিল্লাল মেম্বার, পৌর যুবদলের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ, গজারিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম রিংকু, খাইরুজ্জামান মাস্টার প্রমুখ।খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়।
প্রগতি টিভি /এস.এম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It