1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
October 29, 2025, 2:03 pm

চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নে অবহেলিত আব্দুর রহমান সড়কটির বেহাল দশা

প্রগতি নিউজ ডেস্ক।।
  • আপডেট সময়: Wednesday, October 29, 2025
  • 6 টাইম ভিউ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুর রহমান সড়কে ছোট বড় গর্ত তৈরি হওয়ায় কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। বর্ষা এলেই পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। দেড়  কিলোমিটার দীর্ঘ এ সড়কে হেঁটে চলাও যেন এক রকম দুঃসাহসের কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচল করা গর্ভবতী নারী, বৃদ্ধ, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

সরজমিনে  জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ৯-নং মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  উত্তর  তালবাড়িয়া থেকে মধ্যম তালবাড়িয়া সংযোগ এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচলে দীর্ঘদিন  ভোগান্তি পোহাচ্ছে। এদের মধ্যে রয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি এখন কার্যত অচল হয়ে পড়েছে।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা বশর হাজী ও মুন্সি   বলেন, এই সড়ক অনেক দিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কোথাও খানাখন্দ, কোথাও কাদা পানি। বর্ষায় আমরা সিএনজি করে একটা রোগী নেয়াও কষ্ট সাধ্য হয়ে দাঁড়ায়।  দেশ স্বাধীন হওয়ার পর থেকে জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ কোনো কাজ করেনি।

এছাড়াও ,  কৃষক  ইমরান, খোকন, ইউনুছ জানান, ফসল বিক্রির জন্য মিঠাছরা বাজার বা আশপাশের হাটে যেতে হয়। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে সময়মতো পণ্য পৌঁছানো যায় না। ফলে বাজারে কম দামে বিক্রি করতে হয়। এর সঙ্গে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে, ফলে ক্ষতির মুখে পড়ছেন তারা।

একই অভিযোগ শিক্ষার্থী  সাজিদ ও  রিফাত বলে ‘বৃষ্টি হলে হাঁটু পানি কিংবা কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।

৯ নং সদর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য শামীমা আক্তার সাথী বলেন এই গ্রামের হাজারো মানুষের  রাস্তাটি সংস্কারের দাবি দীর্ঘদিনের তাই আমি রাস্তাটি নিয়ে আমি  সংশ্লিষ্ট  উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। যেনো অতিদ্রুত রাস্তাটি সংস্কার করে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাগব করবে বর্তমান সরকার।

এদিকে  স্থানীয় সরকার  প্রকৌশল (এলজিইডি) মিরসরাই উপজেলার নির্বাহী   প্রকৌশলী মো. দিদারুল আলম  বলেন, আপনার মাধ্যমে রাস্তাটির অবস্থা জেনেছি, অতিদ্রুত এ রাস্তাটি সংস্কার বিষয় নিয়ে আমরা কাজ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, সম্প্রতি বিভিন্ন অবহেলিত রাস্তার একটি তালিকা হচ্ছে, যেহেতু রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে তাই আমরা গুরুত্ব সহকারে এ বিষয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

প্রগতি টেলিভিশন/এফ.এম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It