1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
  3. njs@progatitv.net : NJS :
November 3, 2025, 11:18 pm

জান্নাতুল ঊলূম আলিম মাদ্রাসার গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি ঘোষনা

প্রগতি ডেস্ক।।
  • আপডেট সময়: Monday, November 3, 2025
  • 32 টাইম ভিউ
50

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী জান্নাতুল ঊলূম আলিম মাদ্রাসার গভার্ণিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ফয়সাল আহমেদ।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (৩ নভেম্বর) এ আদেশ জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বীররামপুর জান্নাতুল ঊলূম আলিম মাদ্রাসা পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ (৩ নভেম্বর-২০২৫) থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।

কমিটির অন্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য মুক্তা মিয়া, অভিভাবক সদস্য মোফাজ্জল হোসেন ও সদস্য সচিব অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It