
এতদ্বারা জানানো যাচ্ছে যে,‘প্রগতি টেলিভিশন’ (IPTV)এর জন্য থানা/ উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হইবে। ঢাকা জেলা: কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, আশুলিয়া, সাভার। গাজীপুর জেলা: কালিগঞ্জ, কাপাসিয়া, টঙ্গী। নরসিংদী জেলা: শিবপুর, রায়পুর, পলাশ। নারায়ণগঞ্জ জেলা: বন্দর, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ। মুন্সিগঞ্জ জেলা: লৌহজং। মানিকগঞ্জ জেলা: ঘিওর, দৌলতপুর, শিবালয়, সিঙ্গাইর, হরিরামপুর। টাঙ্গাইল জেলা: কালিহাতি, বাসাইল, মির্জাপুর, দেলদুয়ার, ধনবাড়ী, টাঙ্গাইল উত্তর। রাজবাড়ী জেলা: গোয়ালন্দ, পাংশা, কালুখালি। গোপালগঞ্জ জেলা: কোটালীপাড়া, টুঙ্গিপাড়া। শরিয়তপুর জেলা: জাজিরা, গোসাইরহাট, নড়িয়া। মাদারীপুর জেলা: শিবচর, কালকিনি, রাজৈর, ডাসার। ফরিদপুর জেলা: বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর, সালথা।
উল্লেখ থাকে যে, দরখাস্ত, জীবন বৃত্তান্ত, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদসহ আগামী ১৫/১১/২০২৫ইং তারিখের মধ্যে ই-মেইল এর মাধ্যমে পিডিএফ করে পাঠানোর জন্য অনুরোধ করা হইল।
ইমেইল: news.progatitv@gmail.com, ভিজিট করুন: progati.net