1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
  3. njs@progatitv.net : NJS :
October 31, 2025, 2:37 pm

জমকালো আড্ডায় তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: Thursday, October 30, 2025
  • 37 টাইম ভিউ
36

গুলশান শুটিং ক্লাবে হয়ে গেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘দম’-এর জমকালো মহরত। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বাঁধছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং রূপালী পর্দার পরিচিত মুখ পূজা চেরি। সিনেমাটির পরিচালনা করছেন নির্মাতা রেদওয়ান রনি। চমকের এখানেই শেষ নয়, কেন্দ্রীয় চরিত্রে আরও দেখা অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

যৌথভাবে সিনেমাটির প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। মহরতে আফরান নিশোর বিপরীতে পূজা চেরির নাম ঘোষণার পর থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে। এই নতুন জুটির রসায়ন দেখতে অপেক্ষা করতে হবে আগামী বছর রোজার ঈদ পর্যন্ত।

তবে মহরত অনুষ্ঠানে সিনেমাটির ঘোষণা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিল তারকাদের প্রাণবন্ত আড্ডা। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যা রীতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং সংগীতশিল্পী পারশা মাহজাবীন গান গেয়ে মাতিয়ে তুলেছেন আসর। ভিডিওর ক্যাপশনে শাহরিয়ার শাকিল লিখেছেন, ‘দম আড্ডা’।

জানা গেছে, সত্য ঘটনার অনুপ্রেরণায় এক ‘সারভাইভাল’ গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘দম’-এর কাহিনি। দুই বছর আগে প্রকাশিত একটি পোস্টারে চারপাশে পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসা চোখ বাঁধা এক ছেলের ছবি দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের সন্ধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের কঠিন সংগ্রামের গল্প এই সিনেমায় জীবন্ত হয়ে উঠবে।

প্রথমদিকে সিনেমাটির শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও, নির্মাতারা এখন কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা সাজিয়েছেন। শিগগিরই শুরু হবে শুটিং। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It