নিউ ইয়র্ক শহরে ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে, যার ফলে অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। শহরের অনেক রাস্তায় পানি এমন উচ্চতায় জমেছে যে গাড়ি ও অন্যান্য যানবাহন চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বন্যার কারণে বহু মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজনেই অনেকে উরু সমান পানিতে হেঁটে বের হতে বাধ্য হয়েছেন।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এ দুর্যোগের মূল কারণ। লাগার্ডিয়া বিমানবন্দরে ২.০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) এবং নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৯৯ ইঞ্চি (৫.০৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্সের কিছু এলাকায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি করেছে। সূত্র: বার্তা সংস্থা রয়াটার্স
সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন
© All rights reserved © Progati Television