1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
  3. njs@progatitv.net : NJS :
November 2, 2025, 5:54 am

নিজের উপরই ক্ষুব্ধ-বিরক্ত আঁখি, ভণ্ডামি থেকে মুক্তি চাই

বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: Saturday, November 1, 2025
  • 36 টাইম ভিউ
68
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর গানের পাশাপাশি নিয়মিত আছেন স্টেজ শোতেও। সরব আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গায়িকার নতুন গান আর সবশেষ খবর পাওয়া যায় এই মাধ্যমে।
কাজের বাইরেও ব্যক্তিজীবনের নানা কিছু তিনি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করে থাকেন। তারই ধরাবাহিকতায় এবার ফেসবুক পোস্ট দিয়ে আঁখি জানালেন- তিনি খুব বিরক্ত ও রেগে আছেন।
আঁখি আলমগীরের কথায়, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ, কারণ আশেপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, ওভার কনফিডেন্সে অন্ধ হয়ে, তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে। নির্মমতা, মানুষ ঠকানোর কথা আর না বলি।’
বিরক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিরক্ত নিজের উপরই। এতকিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ‍্যা, এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’
ভণ্ডামি থেকে মুক্তি চেয়ে আঁখি আলমগীর লিখেছেন, ‘কী এক তেলেশমাতি। মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন। বিশ্বাস করুন, আপনার কল্পনার চেয়েও অধিক পাওয়ার যোগ্য আমি।’
আঁখি আলমগীরের এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। অনুরুপ আইচ লিখেছেন, ‘যেন আমার মনের কথাটাই তুমি লিখে দিলে!”
সংগীতশিল্পী রবি চৌধুরী লিখেছেন, ‘এসব নিয়ে আমাদের থাকতে হবে। বাকি জীবনটা যেন সুন্দরভাবে কেটে যায়, সে দোয়া, শুভকামনা।’ এমন অসংখ্য মন্তব্য পড়েছে আঁখির পোস্টে।
প্রগতি টিভি /এফ.এম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It