‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়' এ প্রতিপাদ্যকে ধারন করে সারা দেশের ন্যায় নেত্রকোনার বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস। দিবসের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের আয়োজনে উপজেলা হলরুমে উপজেলা ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মহিবুর রহমান রতন, বারহাট্টা প্রেসক্লাবের সদস্য শিক্ষক সমবায় শাহজাহান কবীর, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক।
সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন
© All rights reserved © Progati Television