
নেত্রকোনার বারহাট্টায় শিশু স্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড়ের আয়োজনে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিঃ এর সহযোগিতায় শীত উৎসব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১০ টায় উপজেলার রোজবাড কিন্ডারগার্টেন স্কুলে উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০৭ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় উক্ত শিক্ষা উপকরণ বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল।
এসময় আরো উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম, বারহাট্টা প্রেসক্লাবের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনিসুল আলম শামীম, রোজবাড কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক অধ্যাপক আব্দুস শহীদ খান, রোজবাড কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মোখলেছুর রহমান খান, অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনসহ বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।