1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
  3. njs@progatitv.net : NJS :
October 31, 2025, 11:22 pm

মাথা ব্যথার ধরন বলছে আপনার শরীরের সংকেত?

স্বাস্থ্য ডেস্ক:
  • আপডেট সময়: Friday, October 31, 2025
  • 44 টাইম ভিউ
51

মাথা ধরলেই আমরা তড়িঘড়ি ব্যথানাশক খেয়ে নিই। কিন্তু ব্যথার উৎসটা না বুঝে শুধু ওষুধ খাওয়া ঠিক নয়। মাথার কোন অংশে ব্যথা হচ্ছে, তার ধরন ও লক্ষণ থেকে অনেকসময়ই বোঝা যায় শরীরে কী সমস্যা তৈরি হয়েছে।

মাথা ব্যথার ধরন ও কারণ-

* মাইগ্রেন
মাথার এক পাশ থেকে তীব্র ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। ব্যথা সাধারণত দপদপ ধরণের হয়। চোখের আশেপাশেও ব্যথা হতে পারে। তাই একে আধ-কপালি ব্যথা বলা হয়।

* টেনশন হেডেক
মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা থেকে এই ব্যথা হয়। পুরো মাথা ভার লাগে, যেন কেউ মাথা শক্ত করে চেপে ধরেছে।

* ক্লাস্টার হেডেক
দিনের নির্দিষ্ট সময় বা বছরের নির্দিষ্ট সময়ে মাথাব্যথা হয়। ব্যথা সাধারণত চোখের পেছন থেকে শুরু হয়ে মুখ বা মাথার এক পাশে ছড়িয়ে পড়ে।

* মাথার ভিতরে রক্তপাত
হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়, যা মাথার পেছন দিক থেকে ঘাড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটা জরুরি চিকিৎসার লক্ষণ।

* ব্রেন ইনফেকশন (মেনিনজাইটিস ইত্যাদি)
পুরো মাথাজুড়ে তীব্র ব্যথা আর সঙ্গে ঘাড় শক্ত হয়ে যাওয়া দেখা যায়। জ্বর, বমি- এসব উপসর্গ থাকে।

* চোখের পাওয়ার বৃদ্ধি
চোখে সমস্যা হলে চোখের চাপ বাড়ে, ফলে চোখের চারপাশে ব্যথা হয় এবং তা মাথায় ছড়িয়ে পড়ে।

* ব্রেন টিউমার
টিউমারের অবস্থান অনুযায়ী মাথার ওই অংশে ব্যথা হয়। সাধারণত টিউমার বড় হলে ব্যথা বোঝা যায়।

মনে রাখবেন: বারবার মাথা ব্যথা হলে বা ব্যথা হঠাৎ অস্বাভাবিকভাবে শুরু হলে, সাথে ঝাপসা দেখা, কথা জড়ানো, হাত-পা অবশ হয়ে যাওয়া- এসব উপসর্গ থাকলে দ্রুত ডাক্তার দেখান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It