1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
October 28, 2025, 2:56 pm

মাদারীপুর কালকিনিতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

কালকিনি প্রতিনিধি
  • আপডেট সময়: Tuesday, October 28, 2025
  • 38 টাইম ভিউ

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতি বছর ২৭ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয় এবং অক্টোবর মাসে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল জনসাধারণকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।

র‍্যালি ও আলোচনা সভা: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সমন্বয়ে এই দিবসের কার্যক্রমগুলো পালিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো.লিমন হোসেন,উপজেলা প্রকৌশলী মো.রেজাউল করিম,পৌরসভা প্রকৌশলী মো. রাকিব হোসেন, এবং ছাত্র-ছাত্রী ও অনন্য ব্যক্তিবর্গ।

জাতীয় স্যানিটেশন মাস বিশ্ব হাত ধোয়া দিবসের সাথে অক্টোবর মাসকে “জাতীয় স্যানিটেশন মাস” হিসেবে উদযাপন করা হয়, যাতে জনসচেতনতা বৃদ্ধি পায়।

রোগ প্রতিরোধ,সাবান দিয়ে হাত ধোয়া করোনা, ডায়রিয়া, জ্বর ইত্যাদি রোগের প্রতিরোধে সাহায্য করে।

স্বাস্থ্যকর সমাজ গঠন: এটি একটি স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলার জন্য অপরিহার্য।
এবছরের প্রতিপাদ্য: “হাত ধোয়ার নায়ক হোন

প্রগতি টেলিভিশন/এফ.এম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It