প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ১১:৪৩ এ.এম
রংপুরের তারাগঞ্জে জমি নিয়ে বিরোধ, নিহত ১
রংপুরের তারাগঞ্জে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে খালেকুজ্জামান নামের ১ ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে মারধরের ঘটনা ঘটে এবং শনিবার (১ নভেম্বর) সকাল ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামের আবদুল জব্বারের সঙ্গে খালেকুজ্জামানের ভাইদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার ফজরের নামাজ শেষে নিহত খালেকুজ্জামানের ভাই আবদুল ছালেক বাড়ির পাশে তাদের দাদির কবর জিয়ারত করতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান কবরের মাটি তুলে নেওয়া হয়েছে।
এ নিয়ে ছালেকের সঙ্গে আবদুল জব্বারের ছেলে বাবু মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু মিয়া, তার ভাই লেবু মিয়া, দুলাল মিয়া ও চান মিয়া মিলে আবদুল ছালেককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খালেকুজ্জামান ও মাহবুবুর রহমান। এ সময় খালেকুজ্জামানের মাথায় খুন্তি দিয়ে আঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেকুজ্জামান মারা যান।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুক বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রগতি টেলিভিশন/এফ.এম
সম্পাদক ও প্রকাশক: জাকির হোসেন
© All rights reserved © Progati Television