সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৫১
স্বাস্থ্য ডেস্ক:
আপডেট সময়:
Saturday, November 1, 2025
21 টাইম ভিউ
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৫১
ডেঙ্গুতে ফের মৃত্যুহীন একটি দিন। রোগটিতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৫১ জন। এনিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা ২৭৮ জনই আছে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭০ হাজার। বর্তমানে মোট ডেঙ্গু রোগী ৭০ হাজার ৫১৩ জন। আজ শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭...
34
ডেঙ্গুতে ফের মৃত্যুহীন একটি দিন। রোগটিতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারও মৃত্যু হয়নি। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৫১ জন।
এনিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা ২৭৮ জনই আছে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৭০ হাজার। বর্তমানে মোট ডেঙ্গু রোগী ৭০ হাজার ৫১৩ জন।
আজ শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে ১২০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৭ জন, খুলনা বিভাগে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন, রাজশাহী বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৫৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছে ৬৭ হাজার ৪৫৯ জন।
এর আগে শুক্রবারও (৩১ অক্টোবর) ডেঙ্গুর মৃত্যুহীন দিন। এদিনও সারাদেশে রোগটিতে কেউ মারা যায়নি।