1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
  3. njs@progatitv.net : NJS :
October 31, 2025, 11:24 pm

৯৫০ গোল ছুঁলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময়: Friday, October 31, 2025
  • 41 টাইম ভিউ
54

ক্রিশ্চিয়ানো রোনালদো যেন থামতেই জানেন না। একের পর এক গোল করে ছুঁয়ে ফেললেন আরেকটি অবিশ্বাস্য মাইলফলক-ক্যারিয়ারের ৯৫০তম গোল। তার সঙ্গে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জোয়াও ফেলিক্সের নৈপুণ্যে সহজ জয় পেয়েছে আল নাসর।
শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আল হাজমকে ২-০ গোলে হারিয়েছে আল নাসর। দলের পক্ষে গোল দুটি করেছেন পর্তুগিজ জুটি ফেলিক্স ও রোনালদো।
প্রথমার্ধের ২৫ মিনিটে জোয়াও ফেলিক্সের পা থেকেই আসে ম্যাচের প্রথম গোল। চলতি মৌসুমে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এটি তার পঞ্চম ম্যাচে নবম গোল। ফেলিক্সের গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণে ছিল রোনালদোর দল। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে ১২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আল হাজমের পক্ষে মাত্র ৩টি শটের মধ্যে ২টি ছিল অন টার্গেট।
অবশেষে ৮৮তম মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে এটি লিগে তার ষষ্ঠ গোল। এই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৯৫০ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেন তিনি।
রোনালদোর গোলগুলোর মধ্যে রয়েছে স্পোর্টিং সিপিতে ৫টি, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় ১৪৫টি, রিয়াল মাদ্রিদে ৪৫০টি, জুভেন্টাসে ১০১টি, আল নাসরের হয়ে ১০৬টি এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ১৪৩টি।
সৌদি প্রো লিগে এখন পর্যন্ত টানা ছয় ম্যাচে জয় পেয়েছে আল নাসর। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রোনালদোর দল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল তাউন এবং ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল হিলাল।

প্রগতি টিভি/এন জে এস

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It