ফরিদপুরের মধুখালীতে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার মামলার প্রধান আসামী সৌরভ কুমার দাস (২২)কে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার দুপুরে মধুখালী থানা পুলিশ তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।
নিহত ঝর্ণা দাস (২১) মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা। তাদের দুই বছর দশ মাস বয়সী একটি সন্তান রয়েছে।
পুলিশ জানায়, গত ২০ অক্টোবর ভোরে মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় নিজের ভাড়াবাসায় সৌরভ বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণা দাসকে হত্যা করে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে ঝর্ণার মা কাজে বাইরে গেলে এই হত্যাকাণ্ড ঘটে।
পরে সকালে বাড়ি ফিরে মেয়েকে মেঝেতে চিৎ হয়ে পড়ে থাকতে দেখে বুকের ওপর বালিশ পাওয়া যায়। কোনো সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুরের মর্গে পাঠায়।
ঘটনার পর নিহতের মা শেফালী রানী বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে সহযোগিতার অনুরোধে র্যাব-১০ ও র্যাব-৬ যৌথভাবে অভিযান চালিয়ে ২৬ অক্টোবর সকাল ৭টা ১৫ মিনিটে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করে।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুস্তম আলী জানান, “র্যাবের মাধ্যমে গ্রেফতারের পর আসামিকে থানা হেফাজতে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।