 
																
								
                                    
									
                                 
							
							 
                    
২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, এই প্রশ্নের অবসান ঘটালেন লিওনেল মেসি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা জানান, বিশ্বকাপে খেলার ইচ্ছা তার প্রবল, তবে সবকিছুই নির্ভর করছে ফিটনেসের ওপর।
মেসি বলেন, “বিশ্বকাপে খেলা সবসময়ই অসাধারণ। আমি জাতীয় দলের হয়ে অবদান রাখতে চাই, তবে সেটি সম্ভব হবে যদি আমি শতভাগ ফিট থাকি।” তিনি আরও জানান, আগামী মৌসুমে ইন্টার মায়ামির হয়ে প্রাক-মৌসুমের প্রস্তুতি শুরু করার পর নিজের শারীরিক অবস্থা যাচাই করে সিদ্ধান্ত নেবেন।
২০২৬ সালে মেসির বয়স হবে ৩৯। ২০২২ বিশ্বকাপের পর ইনজুরিতে প্রায় ১৫০ দিন মাঠের বাইরে ছিলেন তিনি, যা বয়সজনিত ফিটনেস সংকটের ইঙ্গিত দেয়। তবুও আশাবাদী মেসি, “বিশ্বমঞ্চে আবারও খেলতে পারলে সেটা হবে স্বপ্নপূরণের মতো।”
২০০৬ সালে প্রথম বিশ্বকাপে খেলা মেসি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। এবারও হয়তো ভাগ্য আরেকবার ডাক দিতে পারে ফুটবলের জাদুকরকে।