
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
ইবি ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মুস্তাফিজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ ছাড়া সতেরো শতাধিক নবীন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “বিশ্বব্যাপী ইসলাম ও ইসলামী পোশাককে যেভাবে ভীতি সৃষ্টির মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে, তা ভেঙে দিতে হবে। ইসলামের চেয়ে শান্তির অনন্য দৃষ্টান্ত ইতিহাসে আর কেউ স্থাপন করতে পারেনি। বিভিন্ন মতবাদ শান্তির কথা বললেও শেষ পর্যন্ত সেখানে অশান্তিই দেখা গেছে।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে কুরআন (অমুসলিমদের জন্য বই), কলম, নোটবুক, বুকলেট, পরিচিতিপত্র, চাবির রিং, ছেলেদের জন্য টি-শার্ট এবং মেয়েদের জন্য হিজাব তুলে দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় নেতারা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রগতি টেলিভিশন/এফ.এম