1. admin@progati.net : admin :
  2. fahim@progati.net : Fahim :
  3. njs@progatitv.net : NJS :
November 1, 2025, 1:18 pm

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির মূল আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়: Saturday, November 1, 2025
  • 35 টাইম ভিউ
55
চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের “মা জুয়েলার্স” দোকানে সংঘটিত আলোচিত স্বর্ণ চুরির ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। গত ১৫ অক্টোবর রাতে দোকানের সিন্দুক ভেঙে প্রায় ২৪ ভরি ৯ আনা স্বর্ণালংকার, ৩৫ ভরি রূপা ও নগদ ২৫,০০০ টাকা চুরি হয়— যার মোট মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা নং-২৮, তারিখ ২২/১০/২০২৫ইং, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডে রুজু করা হয়।
অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহ আলম পিপিএম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আরিফুর রহমান সরকার ও থানার চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় খুলনা শহরের নিউ মার্কেট এলাকা থেকে মূল আসামী কামাল পারভেজ মিলন (৪৬)-কে গত ২৯ অক্টোবর ভোরে গ্রেফতার করে। তার দেখানো মতে ভাড়া বাসা হতে চোরাই স্বর্ণালংকার (৭ ভরি ১ আনা ১ রতি), দুটি মোবাইল ফোন ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে সহযোগী খলিল মৃধা (৪০)-কে চাঁদপুর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, কামাল পারভেজ একজন আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা, যার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতিসহ ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রগতি টিভি/এফ.এম

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Progati Television.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It